Theme Layout

Boxed or Wide or Framed

Theme Translation

Display Featured Slider

Yes

Featured Slider Styles

[Centred][caption]

Display Grid Slider

No

Grid Slider Styles

[style5][caption]

Display Trending Posts

Display Author Bio

Yes

Display Instagram Footer

Yes

Dark or Light Style

Who Am I?


I'm a Traveller and Photographer:
ভ্রমণ কারো কাছে নেশা, কারো কাছে পেশা আবার কেউ নিছক শখের বশে বেরিয়ে পড়েন ভ্রমণে। তবে পর্যটক হিসাবে নয়, একজন ভ্রমণকারী হিসাবে বেড়ানোটা আমার একটা নেশা এবং তার সাথে ফটোগ্রাফিও আর একটা শখ। ছোটবেলা থেকেই ভ্রমণ কাহিনী পড়তে ভালো লাগতো। ইচ্ছে হতো ভ্রমণ কাহিনী লিখতে। লেখায় বিপ্লব আনার মতো লেখনি শক্তি সামান্যটুকুও আমার নেই। আমার প্রথম লেখা শুরু ফেসবুকে। আমি শুরুতে ফেসবুকে একটি ছোট পোস্ট দিতে গেলেও, অনেক চিন্তা ভাবনা করে লিখতাম। তারপর থেকে ধীরে ধীরে নিজে টুকটাক লেখার চেষ্টা করি। বেড়াতে গিয়ে যেটা ঘটেছে আর তার থেকে যা শিক্ষা পেয়েছি সেটাই সহজ ভাষায় গল্পের আকারে ফেসবুকে লিখে ফেলি। এইভাবে ভ্রমণের বাস্তবতা আর অভিজ্ঞতা থেকেই লেখালিখি করার দক্ষতা জন্মায়। এমন নয় যে আমার অফুরন্ত শব্দ ভান্ডার বা সাহিত‍্যের জ্ঞান অসীম। ফেসবুকের ক্ষুদ্র অভিজ্ঞতা নিয়েই এই ব্লগে লেখালেখি শুরু করি। লেখালেখি তো শুরু করলাম, কিন্তু পাঠককুলকে খুশী করতে পারবো কি না জানিনা।

What's on my blog?


এই ট্রাভেল ব্লগটি আসলে আমার ভ্রমণ ডাইরির পাতা। আমার বেড়ানোর ক্ষুদ্র অভিজ্ঞতা এই ট্রাভেল ব্লগটিতে শেয়ার করেছি, জানিনা আপনাদের কতটা কাজে লাগবে। যদি এতটুকুও আপনাদের কাজে লাগে তাহলে এই ব্লগ তৈরি করা আমার সার্থক হবে।
  1. ভ্রমণ করতে কে না ভালোবাসে? কারো পছন্দ সমুদ্র, কারো পাহাড়। আবার কারো দু’টোই এতো পছন্দ যে কোনোটাই হয়তো বাদ দিতে নারাজ। আমার পছন্দের জায়গাগুলো ঘুরে এসে কিরকম অভিজ্ঞতা হয়েছিলো তা এই ভ্রমণ ডাইরিতে লেখা রয়েছে...
  2. ভ্রমণ, ভোজন, সাহিত্য এই তিনে মিলে বাঙালি। আর এই তিনের একে অপরের সঙ্গে রয়েছে প্রভূত মিল। তাই খাদ্যরসিক বাঙালির কথা মাথায় রেখে বিভিন্ন জায়গার খাবারের ছবি সহ প্রসিদ্ধ দোকানের নাম এবং ঠিকানার সুলুক সন্ধান এখানে দিলাম...
ভ্রমণকারী হিসাবে বেড়ানোটা যেমন আমার একটা নেশা ঠিক তার পাশাপাশি ফটোগ্রাফিও আমার একটা শখ। যদিও ভাল ছবি তোলার জন্য কোনো প্রতিষ্ঠান থেকে শেখা প্রয়োজন। কিন্তু নিছক শখের বশে ছবি তোলার জন্য এটাই হয়তো আমার কাছে যথেষ্ট...


Arabinda Pal
0 Comments
Share This Post :
[name=Arabinda Pal] [img=https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEia50rmuKEAcbGUbQKvAbzUmdviiIhm-LeVlsEEdFx_xtGfyvx8O02yFVuJemgswzSA8PoMcN-XW0AcinKr9iq28lHK43Z4TFFyL7pJyGGxLNx9LGn0cLvPz0lUJzNrWBo9n_NyxGLjDII/h120/IMG_2788.jpg] [description=পর্যটক হিসাবে নয়, একজন ভ্রমণকারী হিসাবে বেড়ানোটা আমার কাছে একটা নেশা এবং ফটোগ্রাফিতেও আমার ভীষণ শখ। তাই একজন ভ্রমণকারী হিসাবে আমার এই ব্লগে নিজস্ব অভিজ্ঞতা থেকে লেখা ও ছবিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না।] (facebook=https://www.facebook.com/groups/2071066419824586/user/100002484831922) (twitter=Twitter Profile Url) (instagram=https://www.instagram.com/arabindapal2020/) (bloglovin=Blogvin Profile Url) (pinterest=https://www.pinterest.com/arabindapalbrb/) (tumblr=Tumblr Profile Url)

Follow @Arabinda Pal